আল্ হাসনাইন মিশন বাংলাদেশ পরিচালনা পর্ষদ আয়োজিত আহলে বায়তে রাসুল (দরূদ পাঠ) স্মরণে বার্ষিক শাহাদাতে কারবালা মাহফিল গত ১ আগস্ট (বৃহস্পতিবার) হালিশহর বাস স্ট্যান্ড চত্বরে দক্ষিণ কাট্টলীস্থ বশির ভাণ্ডার দরবার শরীফের শাহজাদা ও আল্ হাসনাইন মিশনের সভাপতি মুহাম্মদ মাঈনুদ্দীন আল সান্জারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান মেহমান ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফ গাউছিয়া হাদি মঞ্জিলের সাজ্জাদানশীন শাহসূফি সৈয়দ মঈনুল কবির আল মাইজভাণ্ডারী। প্রধান আলোচক ছিলেন ইসলামী স্কলার মাওলানা মুফতি আলাউদ্দীন জিহাদী।
এতে বক্তারা বলেন, আল্লাহ পবিত্র কুরআনে বলেন, হে রাসুল আপনি বলে দিন, আপনি আপনার উম্মতের কাছে, ইসলামের জন্যে আমার ত্যাগের বিনিময়ে তোমাদের কাছে আমি আর কিছু চাইনা, চাই শুধু আমার আহলে বায়ত আওলাদ গণের মুহব্বত ও ভালোবাসা।
আল্লাহর এই ঘোষণার বিরুদ্ধে অবস্থান নিয়ে সেদিন পাপিষ্ঠ ইয়াজিদ ইমাম হুসাইন (রাঃ) সহ অসংখ্য আওলাদে রাসুলদের হত্যা করে। এই ঘটনা হতে প্রতিয়মান হয় যে, ইয়াজিদ ইবলিশ শয়তানের ন্যায় আল্লাহর হুকুমকে অমান্য করে চির অভিশপ্ত হয়ে শয়তানের দোষর হয়ে গেছে।
মাওলানা হেলাল উদ্দীন আলকাদেরীর সঞ্চালনায় বিশেষ অতিথি ও আলোচক ছিলেন চসিক ১১নং ওয়ার্ড কাউন্সিলর অধ্যাপক মোহাম্মদ ইসমাইল, মাওলানা নাছির উদ্দীন আনোয়ারী, মাওলানা মহিউদ্দীন তাহেরী নক্সেবন্দী, মুফতি মাওলানা আসাদুজ্জামান, ইন্িজনিয়ার আবেদ হোসেন, শাহজাদা তানভীর হাদি আল মাইজভাণ্ডারী ও শাহজাদা তাজভীর হাদি আল মাইজভাণ্ডারী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ হসান, মুহাম্মদ আক্কাস, মুহাম্মদ মানিক, আবুল হোসেন, আলমগীর, এরশাদ, মুহাম্মদ অপু, ইরফান, আবদুল আজিজ প্রমুখ। শেষে মিলাদ দোয়া মুনাজাতের মাধ্যমে মাহফিল শেষ হয়। প্রেস বিজ্ঞপ্তি।