আহলে বায়তের জীবন দর্শন বর্তমান প্রজন্মের জন্য রোল মডেল হওয়া উচিত

আলমগীর খান্‌কাহ’য় শোহাদায়ে কারবালা মাহফিলের ১ম দিবসে বক্তারা

| শনিবার , ৫ জুলাই, ২০২৫ at ৪:৫৫ পূর্বাহ্ণ

আনজুমানএ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় ৩ দিনব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিলের ১ম দিবস গতকাল শুক্রবার বা’দ মাগরিব ষোলশহরস্থ আলমগীর খান্‌কাহ শরীফে ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আনজুমান ট্রাস্টের জয়েন্ট সেক্রেটারি মোহাম্মদ সিরাজুল হক, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), কার্যনির্বাহী সদস্য মুহাম্মদ নুরুল আমিন, মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দীন বখতিয়ার প্রমুখ উপস্থিত ছিলেন।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষার্থী মুহাম্মদ জিয়াউল হকের সঞ্চালনায় এতে তকরির করেন হাফেজ মাওলানা মুহাম্মদ গোলাম কিবরিয়া কাদেরী, মাওলানা মুহাম্মদ জয়নুল আবেদীন কাদেরী।

বক্তারা বলেন, রাসুলে আকরাম (.)-এর আহলে বায়ত বংশধরগণ পুতঃপবিত্র এবং আল্লাহর নিকট অত্যন্ত প্রিয়ভাজন। সকল মুসলিমের জন্য প্রত্যেক নামাজে আহলে বায়তের প্রতি দরূদ শরীফ পড়া আবশ্যক। স্বয়ং নবীজী যাদের অনুসরণকে হেদায়তের মাপকাঠি বলে ঘোষণা দিয়েছেন, তাঁরাই হলেন আহলে বায়ত। আখেরি জামানার ফিতনার যুগে মুসলিম উম্মাহর নাজাতের উপায় হলো পবিত্র কোরআন মাজিদকে আঁকড়ে ধরা এবং রাসুলেপাক (.)-এর অনুসরণ করা এবং আহলে বায়তকে মুহাব্বত করা। মাওলানা জয়নুল আবেদীন বলেন, আহলে বায়তে রাসূল যুগে যুগে ইসলামের স্বকীয়তা রক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। আহলে বায়তের জীবন দর্শনকে বর্তমান প্রজন্মের জন্য রোলমডেল হওয়া উচিত বলে মন্তব্য করে আহলে বায়তে রাসূলের আদর্শে উজ্জীবীত হওয়ার আহ্বান জানান।

শেষে জামেয়া আহমদিয়া সুন্নিয়া দরসে নেযামীর নায়েবে নাযেমে আ’লা আল্লামা মুফতি কাজী আবদুল ওয়াজেদ বাংলাদেশসহ সমগ্র মুসলিম জাহানের শান্তি কামনা করে দোয়া ও আখেরী মুনাজাত পরিচালনা করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিএসআরএমের ঠিকাদারকে অপহরণ করে চাঁদা আদায়, গ্রেপ্তার ৩
পরবর্তী নিবন্ধরেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে শত শত লাল বুক টিয়া