বোয়ালখালী আহলা দরবার শরীফ প্রাঙ্গণে হযরত মাওলানা শাহছুফী আবুল মোকাররম মোহাম্মদ নুরুল ইসলাম কুদ্দাছীর ররুল আজিজ ও হযরত মাওলানা শাহছুফী মোহাম্মদ মাজহারুল ইসলাম কুদ্দাছীর রহুল আজিজের পবিত্র ওরশ মাহফিল গত বৃহস্পতিবার, শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হয়। প্রথম দিন মুনাজাত পরিচালনা করেন শাহছুফি মোহাম্মদ আবরার ইবনে সেহাব আল কাদেরী আল চিশ্তী। দ্বিতীয় দিন মুনাজাত পরিচালনা করেন শাহাজাদা মাওলানা মুফতি মুহাম্মদ গিয়াস উদ্দিন। তৃতীয় দিন মুনাজাত পরিচালনা করেন শাহছুফি মোহাম্মদ এমদাদুল ইসলাম। ওয়াজ করেন শাহাজাদা মাওলানা শাহছুফি মুহাম্মদ মোছলেহ উদ্দিন আল কাদেরী আল চিশ্তী, শাহাজাদা শাহছুফি নজরুল ইসলাম, শাহাজাদা মাওলানা মুহাম্মদ জয়নাল আবেদীন, শাহাজাদা মাওলানা মুহাম্মদ নেজাম উদ্দিন, শাহাজাদা মাওলানা মুহাম্মদ মেজবাহ উদ্দিন এবং অন্যান্য ওলামায়ে কেরাম। কর্মসূচির মধ্যে ছিল– খতমে পাক, কোরআন, কেরাত হামদ–নাত, ইসলামী গজল, জিয়ারত, দরুদ শরীফ, জিকিরে ইলাহী। প্রেস বিজ্ঞপ্তি।