আহরণ পাঠক সভা

| মঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি, ২০২৪ at ৮:২৪ পূর্বাহ্ণ

২০২৩ সালের ডিসেম্বরে কাজী নজরুল ইসলামের ‘বিদ্রোহী’ কবিতার ১০২ বছর পূর্তি হয়েছে। এই উপলক্ষে গত ২ ফেব্রুয়ারি আহরণ পরিবেশ উন্নয়ন স্বউদ্যোগ কার্যক্রমের আওতায় নগরের গণি বেকারি এলাকায় আহরণ আমাদের স্বপ্নরাজ্যে পাঠক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ইঞ্জি. মো. মোজাম্মেল হক।

শিক্ষার্থী আজিবা মেহ্‌রিন অনন্যার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন ইউজিসি প্রফেসর ড. মো. আবুল মনসুর চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির প্রফেসর ড. আসিফ ইকবাল, চবি জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ডেপুটি রেজিস্ট্রার শরীফ মাহমুদ ছিদ্দিকী এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণিতের সহযোগী অধ্যাপক ড. মো. আবদুল্লাহ আল মাহবুব।

আহরণ ঘোষণাপত্র উপস্থাপন করে দেবাঞ্জনা বড়ুয়া ও ইয়ামিন তাওহীদা রামিসা।

আবৃত্তি করেন ফুলকির শিক্ষক কল্লোল বড়ুয়া, দেবোত্তম বড়ুয়া ও ফজলুল কাদের। আবৃত্তি প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আবরার ফাইয়াজ, দেবোত্তম বড়ুয়া, আকিদ ইকবাল হক, দেবাঞ্জনা বড়ুয়া, চৌধুরী নাফিসা মালিয়াত ও ইয়ামিন তাওহীদা। বিচারক ছিলেন বোধন আবৃত্তি পরিষদের সদস্য সঞ্জয় পাল। আহরণ ভাবধারা পরিবেশন করেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাদেশের প্রথম বাণিজ্যমন্ত্রী এম আর সিদ্দিকীর ৩২তম মৃত্যুবার্ষিকী আজ
পরবর্তী নিবন্ধবেপারী পাড়ায় কাঁচা বাজার নির্মাণ করল চসিক