আহরণ পরিবেশ উন্নয়ন স্ব-উদ্যোগ কার্যক্রমের ২৬ বছর পূর্তি উপলক্ষে গত ১৮ নভেম্বর অনলাইন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই পর্বের অনুষ্ঠানের প্রথমে অধ্যক্ষ জনার্দ্দন কুমার বনিকের সভাপতিত্বে গল্প আহরণ প্রতিযোগিতার সমাপনী অধিবেশনের আয়োজন করা হয়। প্রতিযোগিতার জন্য শেখ সাদীর ‘বিচার নেই’ গল্পটি নির্বাচন করা হয়। আজিবা মেহ্রিন অনন্যার সঞ্চালনায় বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জামাল নজরুল ইসলাম গণিত ও ভৌত বিজ্ঞান গবেষণা কেন্দ্রের ডেপুটি রেজিস্ট্রার শরীফ মাহমুদ ছিদ্দিকী এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মো. মশহুদ-উজ-জামান।
দ্বিতীয় পর্বে সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ইঞ্জিনিয়ার মুহাম্মদ মোজাম্মেল হকের সভাপতিত্বে আয়োজিত জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে মুক্ত আলোচনায় প্রধান আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের প্রতিষ্ঠাতা সভাপতি প্রফেসর ড. শফিক হায়দার চৌধুরী। আলোচনা করেন ইউজিসি প্রফেসর ড. মো. আবুল মনসুর চৌধুরী ও আইজিএমআইএসের প্রফেসর মো. গোলাম রসুল। বক্তারা বলেন, মানবজাতির টিকে থাকার স্বার্থে জীববৈচিত্র্য সংরক্ষণ জরুরি।
অনুষ্ঠান আয়োজন ও দ্বিতীয় পর্ব সঞ্চালনা করেন এসএসসি পরীক্ষার্থী মেহনুর শামীমা হক। অনুষ্ঠান প্রযোজনা করেন আহরণের নির্বাহী উদ্যোক্তা চৌধুরী আহসানুল করিম। প্রেস বিজ্ঞপ্তি।












