হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহমদ রেজা খা (রহ.) ১০২তম ওফাত বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি ট্রিটমেন্ট ক্যাম্প ও স্মারক আলোচনা গতকাল শনিবার সকালে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। গাউসিয়া কমিটি পাঁচলাইশ থানা শাখার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন গাউসিয়া কমিটি পাঁচলাইশ থানা শাখার সহ-সভাপতি মুহাম্মদ সেকান্দর মিয়া। প্রধান অতিথি ছিলেন আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নীয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন, প্রধান বক্তা ছিলেন সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠান উদ্বোধন করেন চট্টগ্রাম রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ডা. মুহাম্মদ শফিউল আলম। বিশেষ অতিথি ছিলেন, গাউসিয়া কমিটির চেয়ারম্যান পেয়ার মুহাম্মদ কমিশনার, মহাসচিব মুহাম্মদ শাহজাদ ইবনে দিদার, যুগ্ম মহাসচিব অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, মীর মুহাম্মদ সেকান্দর মিয়া, সাদেক হোসেন পাপ্পু, আহসান হাবীব চৌধুরী হাসান, ডা. শেখ সাফকাত আজম, ডা. শেখ সানজানা আজম, ডা. মো. সায়েম, মাকসুদুর রহমান, সাহাদাত হোসেন রুমেল, ইসমাইল হক চৌধুরী ফয়সাল প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, জ্ঞান-বিজ্ঞানের সত্তরোর্ধ্ব বিষয়ে দেড় সহস্রাধিক গ্রন্থ প্রণয়ন করেন ইমাম আহমদ রেজা খা বেরলভি (রহ.)। নতুন প্রজন্মের জ্ঞান পিপাসুদের উচিত তার জীবন ও কর্ম নিয়ে গবেষণা করা। অনুষ্ঠানে এক হাজারেরও বেশি রোগীকে ট্রিটমেন্ট ও ফ্রি ওষুধ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।