চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্থানীয়দের মধ্যে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনায় আহত শিক্ষার্থীদের গতকাল সোমবার দেখতে যান চবি উপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার। এ সময় উপ–উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন, বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু, জেলা প্রশাসক ফরিদা খানম, চবি সিন্ডিকেট সদস্য এস এম ফজলুল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ তৈয়ব চৌধুরী, চবি ছাত্র–ছাত্রী পরামর্শ ও নির্দেশনা পরিচালক ড. মো. আনোয়ার হোসেন, অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট এ জি এম নিয়াজ উদ্দিন, চবি তথ্য ও ফটোগ্রাফি শাখার প্রশাসক ড . মো. শহীদুল হক, হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন, সহকারী প্রক্টরবৃন্দ, পার্ক ভিউ হসপিটালের এমডি ও সংশ্লিষ্ট চিকিৎসকগণ উপস্থিত ছিলেন। এ সময় উপাচার্য পার্ক ভিউ হসপিটাল ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হসপিটালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজখবর নেন এবং তাদের পরিবারের সাথে কথা বলেন। উপাচার্য আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদানের জন্য হসপিটালের চিকিৎসকদের অনুরোধ জানান। প্রেস বিজ্ঞপ্তি।