আমাদের দেশে এরই মধ্যে করোনার ভারতীয় ধরন ধরা পড়েছে। তবুও এদেশের ঘরমুখো মানুষের ঢল দেখে ভয় পেতে হচ্ছে। সরকারি নির্দেশনা অনেক গবেষণার ফল। একদল দক্ষ, অভিজ্ঞ স্বাস্থ্য বিশেষজ্ঞের সমন্বয়ে সারাক্ষণ মনিটরিং করার পর সাধারণত এরকম নির্দেশনা দেয়া হয়। সাথে থাকেন বিশিষ্ট চিকিৎসক পরামর্শক। বর্তমানে ভারতের সীমান্ত বন্ধ করে সরকার ভালো একটি সিদ্ধান্ত নিয়েছে। এখন দেখি আদেশ না মানার মধ্যে অনেক সচেতন মানুষও রয়েছে। এই আদেশ না মানলে সমূহ বিপদের সম্ভাবনা। ঈদের আনন্দের চেয়ে বেঁচে থাকা জরুরি। আমরা দেখতে পাচ্ছি পদ্মার স্রোতের মত পদ্মা পাড়ি দিচ্ছে হাজার হাজার মানুষ। এই দৃশ্য সুন্দর হতে পারতো যদি কোভিড না থাকতো। আমরা এখনো বিপদমুক্ত নই। পাশের দেশ ভারতের দিকে তাকালে আমরা এর ভয়াবহতা সম্পর্কে উপলব্ধি করতে পারি। এখন ভয় হচ্ছে ঈদের পরে যদি আবার আমরা ৩য় ঢেউয়ে পড়ি, তাহলে কী হবে আমাদের? তাই আসুন আমরা যে যেখানে আছি, সেখানে থেকে ঈদ উদযাপন করি এবং পরিবারকে সুরক্ষা দিই। কোভিডের ৩য় ঢেউ যেন আর মোকাবিলা করতে না হয়, সেই ব্যবস্থা আগে নিজেরাই গ্রহণ করি।