আসুন ইতিবাচক হই

ছাইফুল হুদা ছিদ্দিকী | মঙ্গলবার , ৩ অক্টোবর, ২০২৩ at ৪:৩৭ পূর্বাহ্ণ

ফুলের সৌন্দর্যে মোহিত হয় মানুষ। প্রজাপতি উড়ে চলে এ ফুল থেকে আর এক ফুলে। এক একটি ফুলের রং আর শোভা, সুবাস আর সুগন্ধ ভিন্ন ভিন্ন ভাবে প্রকাশ পায়। সব ফুলের ঢং ও রং এক নয়। সব ফুলের সুবাস এক নয়। সব ফুলের রং এবং পাপড়ির রয়েছে ভিন্নতা। সব ফুলের আকৃতি এক নয়। পৃথিবীর সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল হলো স্রষ্টার উপহার। ফুল মানুষের কাছে সৌন্দর্যের, ভালোবাসার ও শ্রদ্ধার প্রতীক হিসেবে সমাদৃত। সুন্দরের এই ভিন্নতা নিয়ে সব ফুলের একটাই উদ্দেশ্য এই পৃথিবীকে এবং মানুষ গুলোকে সুন্দর কিছু দেয়া সুখী করা। মানুষ মহান আল্লাহের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি।

বিবাদ, দ্বন্দ্ব, মতবিরোধ, বিষাদ, তিক্ততা ও মধুর বিরোধ সব থাকবে, তবুও এগিয়ে যেতে হবে। অপরূপ সবুজ শ্যামল সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পরিবেশ পুরো পৃথিবী জুড়ে। সবুজে ঘেরা পাহাড় সমতল মিলেমিশে আমাদের গ্রাম ও ইউনিয়ন প্রিয় চুনতি। আমি সেই শৈশব ও কৈশোর থেকে সবুজের খোঁজে। নিবিড় ভাবে দেখেছি প্রকৃতিতে একটি সবুজ রংয়েরও, কত ঢং ও কত ভিন্নতা। বিশাল নীল আকাশের কত ধরনের নীলের আভা, নানান রুপ, রং গুলো একে একে অপরের সাথে মিলে মিশে কত ভিন্ন রং ধারন করে। তেমনই আমরা মানুষগুলোর ও নানামত, নানাপথ, সহজ কথায় কয়েক ভাগে বিভক্ত। তবুও সামনে এগিয়ে যেতে হবে ভালো কিছু কাজ করার জন্য। যে সমাজে আপনি আমি বসবাস করছি সেই সমাজের ভালোর জন্য। সবাই একযোগে প্রিয় দেশের জন্য ভালোকাজ করি। দেশ ও মানুষের কল্যাণে এবং সমৃদ্ধিশালী দেশ গঠনে সহায়তা করি। আসুন ইতিবাচক হই।

পূর্ববর্তী নিবন্ধনেশা
পরবর্তী নিবন্ধবিষয় যখন নারী