আসিয়ানের বৈঠকে মিয়ানমারের প্রতিনিধি জেনারেল নয়, আমলা

| মঙ্গলবার , ৩০ জানুয়ারি, ২০২৪ at ৯:৩৪ পূর্বাহ্ণ

দক্ষিণপূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে প্রতিনিধি হিসেবে একজন আমলাকে পাঠিয়েছে সামরিক শাসিত মিয়ানমার, জানিয়েছেন ইন্দোনেশিয়ার এক শীর্ষ কূটনীতিক। সোমবার লাওসে বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। ওই কূটনীতিক জানিয়েছেন, গৃহযুদ্ধ কবলিত মিয়ানমারের ক্ষেত্রে আসিয়ানের নীতি মেনেই ওই পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সামরিক অভ্যুত্থানে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সামরিক বাহিনী। খবর বিডিনিউজের।

এতে দেশটিজুড়ে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর দুই মাস পর দক্ষিণপূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের এক শান্তি পরিকল্পনায় সম্মত হয় দেশটির ক্ষমতাসীন জান্তা। কিন্তু পরবর্তীতে ওই শান্তি পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় তারা। এর জেরে আসিয়ানের গুরুত্বপূর্ণ বৈঠকগুলোতে মিয়ানমারের ক্ষমতাসীন জেনারেলদের অংশ নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। তাদের পরিবর্তে অরাজনৈতিক প্রতিনিধি পাঠাতে বলা হয় মিয়ানমারকে। কিন্তু দেশটির জান্তা সরকার এতে ক্ষুব্ধ হয়। আসিয়ান মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয়ে বিষয়ে হস্তক্ষেপ করছে বলে অভিযোগ তুলে তারা। গত দুই বছর ধরে অরাজনৈতিক প্রতিনিধি পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তারা। এবার লাওসের বৈঠকে মিয়ানমার তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত স্থায়ী সচিব মালার থান হেটিকেকে প্রতিনিধি করে পাঠিয়েছে, রয়টার্সকে এক টেঙট বার্তায় জানিয়েছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো মারসুদি।

পূর্ববর্তী নিবন্ধচায়ের নিখুঁত স্বাদ পেতে লবণ? যুক্তরাজ্যে হইচই
পরবর্তী নিবন্ধমুইজ্জুর বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনছেন বিরোধীরা