টানা তিন জয়ে সবার আগে সেমিফাইনালে পৌঁছে গেছে পাকিস্তান। চির প্রতিদ্বন্দ্বী ভারতকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করা পাকিস্তান দ্বিতীয় ম্যাচে হারিয়েছে নতুন শত্রু হয়ে যাওয়া নিউজিল্যান্ডকে। তৃতীয় ম্যাচে এসে আফগানিস্তানও পারল না পাকিস্তানের জয় থামাতে। টি-টোয়েন্টি ক্রিকেট কিভাবে খেলতে হয় তা যেন দেখিয়ে দিল আসিফ আলী। শেষ দুই ওভারে পাকিস্তানের যখন দরকার ২৪ রান তখন শেষ ওভারে খেলাটা নিয়ে যেতে দিলেন না আসিফ। ১৯ তম ওভারে চারটি ছক্কা মেরে ম্যাচ শেষ করে দিলেন এই তরুণ। অথচ ম্যাচে বেশ ভালভাবেই ছিল আফগানিস্তান। কিন্তু এক ওভারে সব শেষ করে দিল আসিফ। ৫ উইকেটের রোমাঞ্চকর জয় দিয়ে সবার আগে সেমিফাইনালে পাকিস্তান। দুবাইতে টসে জিতে ব্যাটিং নিয়েছিল আফগানিস্তান। কিন্তু শুরুটা ভালো করতে পারেনি। তবে শেষ দিকে মোহাম্মদ নবী এবং গুলবাদিন নাইবের ঝড়ে ১৪৭ রান করে আফগানিস্তান। নবী এবং নাইব দুই জনের ব্যাট থেকে আসে ৩৫ রান করে। এছাড়া জাদরান ২২ এবং করিম করেন ১৫ রান। পাকিস্তানের পক্ষে ২ টি উইকেট নেন ইমাদ ওয়াসিম। ১৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানের। শুরুতেই ফিরেন রিজওয়ান। তবে একপ্রান্ত ধরে রেখে পাকিস্তানকে টেনে নিয়ে যান বাবর আজম। কিন্ত যতই সময় গড়াচ্ছিল ততই ম্যাচের নিয়ন্ত্রণ আফগানদের হাতে চলে যাচ্ছিল। তিন ম্যাচে দুই হাফ সেঞ্চুরি তুলে নিয়ে বাবর যখন ফিরেন তখনো তার দল বিপদে। ৫১ রাান করে ফিরেন পাকিস্তান অধিনায়ক। হাফিজ-মালিকরাও পারেননি দলকে বাঁচাতে। শেষ দুই ওভারে পাকিস্তানের দরকার ২৪ রান। তখনই আসিফ আলীর ঝড়। আগের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও ঝড় তুলেছিলেন আসিফ। তবে সেটা গতকালের মত ভয়ংকর ছিল না। করিম জানাতের উপর ঝড় বইয়ে দিয়ে দলকে পৌঁছে দেন জয়ের বন্দরে। মাত্র ৭ বলে ৪ ছক্কায় ২৫ রান করা আসিফ জিতেন ম্যাচ সেরার পুরষ্কার। এছাড়া ফখর জামান ৩০, শোয়েব মালিক ১৯ এবং মোহাম্মদ হাফিজ করেন ১০ রান।