ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় আসাম রাজ্যে বুধবার ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬.০। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা একথা জানায়। খবর বাসসের।
ইউএসজিএস জানায়, গ্রিনিচ মান সময় ০২২১ টায় ভূপৃষ্ঠের মাত্র ২৯ কিলোমিটার (১৮ মাইল) গভীরে ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থা আরো জানায়, তুলনামূলকভাবে ভূপৃষ্ঠের স্বল্প গভীরে আঘাত হানলেও এ ভূমিকম্পে হতাহতের সম্ভাবনা কম।