আসামি মিজান ৭ দিনের রিমান্ডে

স্কুলছাত্রী নীলা হত্যা

| রবিবার , ২৭ সেপ্টেম্বর, ২০২০ at ৪:৫৭ পূর্বাহ্ণ

ঢাকার সাভারে স্কুলছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমান চৌধুরীকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। ঢাকার বিচারিক হাকিম রাজীব হাসান শনিবার মামলার শুনানি নিয়ে তার রিমান্ড বাতিলের আবেদন নাকচ করে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের পাবলিক প্রসিকিউটর হেমায়েত উদ্দিন খান হিরণ এ তথ্য জানান।

শুনানির বিবরণ তুলে ধরে তিনি বলেন, কাঠগড়ায় দাঁড়িয়ে মিজান বিচারকের প্রশ্নের জবাবে বলেছে, আমি নিজে একাই নীলাকে কুপিয়ে মেরেছি। আমার সঙ্গে যারা ছিল তারা হত্যায় অংশ নেয়নি। আমার বন্ধু সেলিম পালোয়ান এবং রাকিব ঘটনার সময় দূরে দাঁড়িয়ে ছিল। খবর বিডিনিউজের।

মানিকগঞ্জ জেলার বালিরটেক এলাকার নারায়ণ রায়ের মেয়ে নীলা সাভার পৌর এলাকার ব্যাংক কলোনির অ্যাসেড স্কুলের দশম শ্রেণিতে পড়ত। পৌর এলাকার কাজী মোকমা পাড়ার এক বাড়িতে তার পরিবার ভাড়া থাকে। ‘প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায়’ গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় সাভার পৌরসভার পালপাড়া এলাকায় নীলাকে ছুরি মেরে হত্যা করা হয়। এ ঘটনায় মিজান ও তার বাবামাকে আসামি করে সাভার থানায় হত্যা মামলা করেছেন নীলার বাবা।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ উন্নত দেশের লক্ষ্য অর্জন করবে
পরবর্তী নিবন্ধমুক্তিযোদ্ধা পবন বড়ুয়ার ওপর হামলাকারীদের বিচার দাবি