ঢাক বাজা, কাঁসর বাজা আসলো মহামায়া; দশ হাতে তার দশটি অস্ত্র নামে ‘দশভূজা’। শরৎকালে, শিউলিফুলে সাজলি শারদীয়া; রামচন্দ্রের চক্ষুদানে হ’লি মহামায়া। বাম চক্ষু, চন্দ্র তোর ডানে দিনমনী; কপালের ঐ জ্ঞানচক্ষু রূপে ‘ত্রিনয়নী’। কখনো মা তোর গজে গমন কখনো বা দোলায়; ধন-ধান্যে ভরিয়ে দিস মা আপন বসুধায়। কখনো মা তুই ‘কুস্মান্ডা’ কখনো ভৈরবী; আর কত রঙ্গ দেখব বল? মনতো চায়না ফিরি! সপ্তমীতে, অকাল বোধন অষ্টমীতে, অঞ্জলি; নবমীর ঐ সন্ধি পূজোয় ১০৮ টি প্রদীপ জ্বালি। দশমীর সিন্দুর খেলায় রাঙিয়ে দি-মা তোকে; যেতে দিতে চাইছে না মন জড়িয়ে ধর মা বুকে। মাগো তুই কোমলমতি দু:খ কর দূর; সবাইকে মা ভালো রেখো দেখা-ও সুখের রূপ। ভালো থেকো কৈলাসে মা জটাধারীর সাথে; আসছে বছর হবে দেখা তোমাতে- আমাতে।