আসলাম চৌধুরীসহ ৫৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন

নাশকতা মামলা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৬ অক্টোবর, ২০২১ at ৫:৫৩ পূর্বাহ্ণ

সীতাকুণ্ড থানার নাশকতার এক মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীসহ ৫৬ জনের বিরুদ্ধে চার্জগঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। গতকাল সোমমার চট্টগ্রামের ৭ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আ স ম শহীদুল্লাহ্‌ কায়সার এ আদেশ দেন। সরকারি কৌসুলি রুবেল পাল আজাদীকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, চার্জগঠনের সময় আসলাম চৌধুরীসহ ৭ জন আদালত কক্ষে হাজির ছিলেন। বাকীদের মধ্যে ১ জন কারাগারে ও অন্যরা পলাতক।
আদালতসুত্র জানায়, ২০১৩ সালের ৮ নভেম্বর সীতাকুণ্ডের গোডাউন রোডের রাস্তার মাথা এলাকায় অস্ত্রশস্ত্র, রামদা, কিরিচ ও লাঠিসোটাসহ দলবদ্ধ হয়ে দাঙ্গা হাঙ্গামার ঘটনা ঘটে। এসময় রাস্তায় ব্যারিকেড দিয়ে গাড়ি থামিয়ে যানবাহন ভাঙচুর, আগুন ধরিয়ে দেয়া হয়। ঘটনার পরদিন সীতাকুণ্ড থানার এএসআই ফারুক আহাম্মদ বাদী হয়ে আসলাম চৌধুরীসহ অন্য আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। পরবর্তীতে সীতাকুণ্ড থানা পুলিশ আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। সূত্র আরও জানায়, মামলার এজহারে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/১৮৬/৩৫৩/৪৩৫/৪২৭/১০৯ ধারা এবং বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) ধারায় অভিযোগ আনা হয়।

পূর্ববর্তী নিবন্ধমহেশখাল সড়ক ও গার্ডার ব্রিজ নির্মাণ কাজ আবার শুরু
পরবর্তী নিবন্ধরুবাইয়া ভেজিটেবলের তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা