আসলাম চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ মে, ২০২৪ at ৬:১৮ পূর্বাহ্ণ

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীর আয়কর নথি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। গতকাল বুধবার দুদকের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের জেলা ও দায়রা জজ আজিজ আহমেদ ভূঁঞা এ আদেশ দেন। দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু আজাদীকে এ তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্র জানায়, গত ১৩ ফেব্রুয়ারি ১৫ কোটি ২৬ লাখ ৯২ হাজার ৪১৬ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে আসলাম চৌধুরী ৪ কোটি ৪৩ লাখ ৫২ হাজার ৭২৩ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার স্ত্রী জমিলা নাজনীন মাওলার বিরুদ্ধে মামলা করে দুদক। গত ৫ মে আদালতের নির্দেশে আসলাম চৌধুরীকে এ মামলায় গ্রেপ্তারও দেখানো হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

আদালত সূত্র আরো জানায়, সরকার উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে ২০১৬ সালের ১৫ মে ঢাকা থেকে গ্রেপ্তার হয় আসলাম চৌধুরী। পরে গুলশান থানায় তার বিরুদ্ধে একটি মামলা হয়।

পূর্ববর্তী নিবন্ধকাউন্সিলরের সিল নকল করে জন্ম নিবন্ধন সনদ তৈরি
পরবর্তী নিবন্ধএজেন্ট ব্যাংক থেকে ১২ লাখ টাকা নিয়ে ক্যাশিয়ার উধাও