আসন্ন বাজেটে শ্রমিকদের অধিকার নিশ্চিতে বরাদ্দ বৃদ্ধির দাবি স্কপের

| মঙ্গলবার , ৪ জুন, ২০২৪ at ৩:২৯ অপরাহ্ণ

আসন্ন বাজেটে শ্রমিক কর্মচারীদের জন্য বিশেষ বরাদ্দ রাখা, সব সেক্টরের কর্মচারীদের জন্য ন্যূনতম মজুরি ২৩ হাজার টাকা ঘোষণাসহ ৬ দফা দাবিতে চট্টগ্রাম সাংবাদ সম্মেলনে করেছে শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)।

আজ মঙ্গলবার সকালে নগরীর একটি রেস্টুরেন্টে এই সংবাদ সম্মেলনের আনুষ্ঠানিক হয়।

এ সময় লিখিত বক্তব্যে তারা বলেন, স্মার্ট বাংলাদেশ তৈরী ২০৪১ এ সুখী সমৃদ্ধ বাংলাদেশ লক্ষে একটি শ্রমিক বান্ধব সমাজে তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে।

এসময় দ্রব্যমূল্যের ঊর্ধগতির তীব্র সমালোচনা করে লিখিত বক্তব্যে বক্তারা বলেন, অবিলম্বে সকল শ্রমিকদের জন্য রেশনিং ব্যবস্থা প্রনয়ণে বাজেটে অগ্রাধিকার দিতে হবে।

শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বাজেটে সকল স্তরের কর্মীদের চাওয়া গুলো বাস্তবায়নে বাজেটে বরাদ্দ রাখার আহবান জানান শ্রমিক নেতাদের।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রমীক কর্মচারী ঐক্য পরিষদের আহবায়ক মুশফর আলী, যুগ্ম আহবায়ক মো: খোরশেদ আলম, রবিউল হক শিমুল, জাতীয় শ্রমীক লীগ, জাতীয় শ্রমীক দল, ট্রেড ইউনিয়ন কেন্দ্র, লেবার ফেডারেশন, ট্রেড ইউনিয়ন কংগ্রেসে, বাংলাদেশ জাতীয় শ্রমিক ফেডারেশন, শ্রমিক জোট, ট্রেড ইউনিয়নের সদস্যরা।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীতে কার ড্রাইভিং শিখতে গিয়ে বিদ্যুতের খুুঁটির সাথে ধাক্কা, আহত ডাক্তার
পরবর্তী নিবন্ধতফাত শুধু ‘L’ এর, জরিমানা ৫০ হাজার