ইসলামে পবিত্র ঈদুল আযহা মুসলিমদের নিকট একটি অন্যতম বড় ইবাদাত। আর্থিক সামর্থ্যবান মুসলিমগণ কোরবানি দিয়ে থাকেন এবং ধর্মীয় রীতি অনুসারে কোরবানির মাংস গরিব, মিসকিন ও আত্মীয়–স্বজনদের মাঝে বিতরণ করা হয়। কিন্তু, আর্থিক ও তাকওয়ার এই ইবাদাত পালনে অনেকেই সতর্কতা অবলম্বনের অবহেলায় কোরবানির পশু জবেহের পর জবেহকৃত স্থানটি ভালোভাবে পরিষ্কার না করায় এবং বর্জ্যগুলো একটি নিরাপদ স্থানে স্থানান্তিরত না করার দরুন উক্ত বর্জ্য থেকে বাজে দুর্গন্ধ নিস্ক্রিয় হয়ে বায়ু দূষণ হয়। রাস্তার ধারে বর্জ্যগুলো ফেলে রাখতে দেখা যায় অনেক স্থানে। আবার জলাশয়ে নিক্ষেপ করেও পানি দূষণ করে থাকে।
ফলে মারাত্মকভাবে পানি ও বায়ু দূষণ হওয়াতে আশেপাশে অবস্থান করা লোকজন চলাফেরাতে কষ্টের সম্মুখীন হয়ে থাকে। এতে করে বিভিন্ন রোগ–ব্যাধি ছড়াতে পারে। এছাড়াও বর্জ্যের দুর্গন্ধের কারণে আশেপাশের লোকজন নিন্দনীয় কথা শুনান। এমন আচরণের ফলে গুরুত্বপূর্ণ এই ইবাদাতের ক্ষেত্রে সৌন্দর্যহানি ঘটে। অতএব, সুস্বাস্থ্য পরিবেশ রক্ষায় ধর্মীয় ও সামাজিক নিয়মনীতি মেনে পবিত্র ঈদুল আযহা উদযাপন করা উচিত বলে বিবেচনা করছি।
আবদুর রশীদ
সাতকানিয়া, চট্টগ্রাম।