বেসরকারি স্যাটেলাইট চ্যানেল বাংলাভিশন দুটি নতুন ধারাবাহিক নাটক নিয়ে হাজির হচ্ছে। এর একটির নাম ‘ব্রোকেন ফ্যামিলি’, অন্যটি ‘কমন প্রবলেম’। রাজিবুল ইসলাম রাজিবের রচনা ও নাসির উদ্দিন মাসুদের পরিচালনায় ‘ব্রোকেন ফ্যামিলি’ নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহে মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৮টা ৩০মিনিটে। এটির প্রচার শুরু হবে আজ ২০ আগস্ট থেকে। অন্যদিকে আহসান আলমগীরের রচনায় তপু খানের পরিচালনায় ‘কমন প্রবলেম’ নাটকটির প্রচার সময় এখনো নিশ্চিত হয়নি। তবে বাংলাভিশন কর্তৃপক্ষ জানায়, দ্রুতই নাটকটি প্রচারে আসতে যাচ্ছে।
এলাকার বেশ কিছু দম্পতির পারিবারিক নানান ঘটনা নিয়ে তৈরি হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘ব্রোকেন ফ্যামিলি’। হাসি, কান্না, ইমোশন ও সংসার জীবনের কঠিন বাস্তবতা নিয়েই ধারাবাহিকটির গল্প এগিয়ে চলবে।
এদিকে ‘কমন প্রবলেম’ নাটকের বিভিন্ন চরিত্রে দেখা যাবে ‘কমন প্রবলেম’। রাজধানীর একটি এপার্টমেন্টকে কেন্দ্র করে নাটকের গল্প গড়ে উঠেছে। যেখানে একটি কমিটি করা হয়। আর এই কমিটি ও বাসিন্দাদের মধ্যে ঘটা নানান কমেডি নিয়ে এগিয়েছে ধারাবাহিকটির গল্প।
এদিকে ‘কমন প্রবলেম’ নাটকের বিভিন্ন চরিত্রে দেখা যাবে ‘কমন প্রবলেম’।
রাজধানীর একটি এপার্টমেন্টকে কেন্দ্র করে নাটকের গল্প গড়ে উঠেছে। যেখানে একটি কমিটি করা হয়। আর এই কমিটি ও বাসিন্দাদের মধ্যে ঘটা নানান কমেডি নিয়ে এগিয়েছে ধারাবাহিকটির গল্প। নাটকের পরিচালক তপু খান বলেন, অনেক প্রত্যাশা নিয়ে নাটকটি নির্মাণ করেছি আমি।
আনন্দ বিনোদনের পাশাপাশি থাকবে সমাজের নানা বার্তা। গল্প ও চরিত্র অনুযায়ী আমি শিল্পী বাছাই করেছি। আমার বিশ্বাস যে নাটকটি দর্শকের মন ভরাবে।