আসছে বৈশাখের গান

| শুক্রবার , ১২ মার্চ, ২০২১ at ৯:১৫ পূর্বাহ্ণ

শুরুটা শখের বশে হলেও কয়েক বছর ধরে নিয়মিতই গান করছেন ‘বিশ্বরঙ’র কর্ণধার বিপ্লব সাহা। রবীন্দ্রসংগীত ও আধুনিক; সব ঘরানার গানেই তিনি নিজেকে হাজির করছেন শ্রোতাদের সামনে। তার কিছু গান মুগ্ধতাও দিয়েছে। এবার তিনি নতুন গানে কণ্ঠ দিলেন। তার সঙ্গে ‘মনে লয় আবার সেই’ শিরোনামের গানটিতে দ্বৈত কণ্ঠ দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী গায়িকা ফাতিমা তুয যাহরা ঐশী। জীবন ফারুকীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। অডিওর পর গানটির ভিডিও নির্মাণও হয়ে গেছে।
আগামী পহেলা বৈশাখ উপলক্ষে এটি প্রকাশ করা হবে। বিপ্লব সাহা জানান, বিশেষ এই গানটির ভিডিওতে মডেল হয়েছেন সাদিয়া ইসলাম মৌ, নিরব’সহ প্রায় ২০০ জন নৃত্যশিল্পী ও র‌্যাম্প মডেল। গাজীপুরের একটি লোকেশনে হয়েছে চিত্রায়ন। এ জন্য বানানো হয়েছে ব্যয়বহুল সেট। গানটি নিয়ে বিপ্লব সাহা বলেন, সব সৃষ্টিশীল কাজই ঈশ্বরের ইশারায় হয়। এই গানটিও তাই। শখের বসে গান করি। এই গানটি গাইতে গিয়ে অন্যরকম এক ঘোরের মধ্যে হারিয়ে গেছি। দারুণ লেগেছে। একটা পেশাদারিত্ব অনুভব করেছি নিজের ভেতর। অডিওর পাশাপাশি এই গানটির ভিডিও একদম মনে রাখার মতো হয়েছে। প্রকাশের পর দেখলেই সবাই সেটা বুঝতে পারবেন’-যোগ করেন বিপ্লব।

পূর্ববর্তী নিবন্ধস্যারের মেয়ে
পরবর্তী নিবন্ধস্বপ্ন ছুঁয়ে ছুটছেন নিকুল কুমার