আষাঢ় মাসে টুপুর টাপুর বৃষ্টি পড়ে
নদী নালা খাল বিল সব জলে ভরে।
রাস্তাঘাটে যায় না চলা পিছল থাকে
আম আনারস কাঁঠাল লিচু বাগে পাকে।
টগর বকুল কদম কেয়া গাছে ফুটে
নাঙ্গল জোয়াল কাঁধে কৃষক মাঠে ছুটে।
ট্যাংরা পুঁটি মনের সুখে লাফায় জলে
ভাটিয়ালি গানে মাঝি উজান চলে।
ঈষাণ কোনে গুড়ুম গুড়ুম দেয়া ডাকে
ছেলে মেয়ে কাদা পানি গায়ে মাখে।
গাঁয়ের বধূ নকশী কাঁথা সেলাই করে
গাছে গাছে সবুজ পাতা নড়েচড়ে।
নদীনালা উপচে উঠে বন্যা আসে
ফসল ডুবে গরীব দুখী কষ্টে ভাসে।
আষাঢ় মাসে বৃষ্টি পড়ে সকাল সাঁঝে
বাংলাদেশটা ফুলে ফলে নতুন সাজে।