নগরবাসীকে শুধু আশ্বাস না দিয়ে সুপেয় পানি সরবরাহ নিশ্চিতের আহ্বান জানিয়েছেন নাগরিক উদ্যোগের প্রধান উপদেষ্টা, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, রমজানে নগরবাসীর মাঝে সুপেয় পানি সরবরাহ করতে ব্যর্থ হচ্ছে সেবাসংস্থা ওয়াসা। প্রধানমন্ত্রী ওয়াসার পানি সরবরাহ ব্যবস্থায় আমূল পরিবর্তন আনতে একের পর এক বৃহৎ বৃহৎ প্রকল্প গ্রহণ করেছেন। তারপরও কেন যে কি কারণে নগরবাসী ওয়াসার সুপেয় পানি প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে তা অনেকের মতো আমাদেরও অজানা। তাহলে কোথায় এতো হাজার হাজার কোটি টাকা খরচ করা হয়েছে সে প্রশ্ন থেকেই যায়। প্রতিদিনই নগরীর বিভিন্ন এলাকা থেকে গ্রাহকদের অনবরত টেলিফোন আসে ওয়াসার পানি সরবরাহের অনিয়ম বিষয়ে। আর এসব বিষয়ে ওয়াসার এমডিকে প্রশ্ন করা হলে তিনি টেকনিক্যাল সমস্যা অথবা সঞ্চালন লাইনে ত্রুটি বলে দায় সারতে চান। আমরা নাগরিক উদ্যোগের পক্ষ থেকে সুস্পষ্টভাবে ওয়াসাকে বলে দিতে চাই, তারা নগরবাসীকে সুপেয় পানি সরবরাহ দিতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। এর দায় অবশ্যই তাদেরকে গ্রহণ করতে হবে। একে তো তীব্র তাপদাহে জনজীবন অতিষ্ঠ তার উপর পবিত্র রমজান মাসেও পানির জন্য হাহাকার নগরবাসীর মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। নগরীর বৃহত্তর উত্তর আগ্রাবাদ, রঙ্গীপাড়া, সোনালী আবাসিক এলাকা, রামপুর, হালিশহরসহ বিভিন্ন এলাকায় পান এবং ব্যবহার অযোগ্য নোনা ও আয়রণ মিশ্রিত পানি সরবরাহ করা হচ্ছে। এ রমজান মাসেও সপ্তাহে একদিন কি দুইদিন পানি সরবরাহ করা হচ্ছে। আর পানির চাপও নেই। ঘণ্টার পর ঘণ্টা পানির কল ছেড়ে রাখলেও কাঙ্ক্ষিত পানির দেখা পাচ্ছেন না নগরবাসী। অন্যদিকে নগরীর সিমেন্ট ক্রসিং এলাকায় ওয়াসার অসাধু কর্মকর্তা-কর্মচারীদের ম্যানেজ করে গেট বাল্বটি বন্ধ করে রাখা হচ্ছে বছরের পর বছর ধরে। যার ফলে পতেঙ্গাসহ বিশাল এলাকার গ্রাহক ওয়াসার পানি প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে। বিষয়টি খতিয়ে দেখতে ওয়াসার এমডি’র নিকট আহ্বান জানান সুজন। প্রেস বিজ্ঞপ্তি।