আশা

পুষ্পিতা সেন | বৃহস্পতিবার , ২৩ নভেম্বর, ২০২৩ at ৭:৪৬ পূর্বাহ্ণ

মৌসুমটা বড্ড গরম হাওয়া পাওয়া দায়

যা বলি তা সবই কেমন থমকে রয়ে যায়।

কই গেলি কই মাঝি বলে দিই যখনি হাঁক

শব্দ ফিরে বিফল হয়ে, পায় না পথের বাঁক।

বাইতে গেলে নাওখানিতে যায় না পাওয়া জোর

ঘুম ভাঙলেই শুধুই দুপুর হয় না দেখা ভোর।

চন্দ্র সূর্য একই ভাবে আসছে প্রতিদিন

পাচ্ছি না সেই মিষ্টি আলো নষ্ট মিশে ক্ষীণ।

তপ্ত হাওয়া পোড়ায় যদি মন্দ কদাকার

তবেই হবে শান্ত ধরা খুলবে বন্ধ দ্বার।

অন্ধকারেও আলো খোঁজা মনটা রাখে আশ

সেই আশাটা সাথে নিয়ে থাকছি বারো মাস।

দুঃখ পেলেও যদি ডাকে শুদ্ধ মনে আয়

সবটা ভুলে আবার এ মন ছুট্টে যেতে চায়।

পূর্ববর্তী নিবন্ধসে কেবল বুঝেছে
পরবর্তী নিবন্ধযুগলের ভালোবাসা