আল-হিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস

| রবিবার , ২৫ ফেব্রুয়ারি, ২০২৪ at ১০:৫০ পূর্বাহ্ণ

আলহিদায়া ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া দিবস গতকাল শনিবার উদযাপিত হয়েছে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্কুলের চেয়ারম্যান নবাব সিরাজ উদ দৌলা। বিশেষ অতিথি ছিলেন গভর্নিং বোর্ডের পরিচালক ড. মোহাম্মদ ইউসুফ, ক্যাপ্টেন মাহফুজুল ইসলাম, নাসির উদ্দিন, .এম জিয়াউর রহমান। এইচআর প্রধান রেজা উল হক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যক্ষ আলফে নাসরীন, জুনিয়র স্কুলের অধ্যক্ষ জান্নাতুল এয়াসমিন এবং বয়েজ ক্যাম্পাসের উপাধ্যক্ষ শামসুল আরেফিন প্রমুখ। সব শ্রেণির ছাত্রদের জন্য সারাদিন জুড়ে ছিল নানারকম ইভেন্ট। জুনিয়র স্কুল ড্রিল এবং সিনিয়র স্কুল মার্চপাস্ট থেকে শুরু করে রিলে রেস, শর্ট পুট এবং ১০০ মিটার রেসে অংশগ্রহণ করে। শিক্ষক, প্রশাসক এবং অভিভাবকরাও প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তুলে দেন।

পূর্ববর্তী নিবন্ধদারুন্নাজাত মাদরাসায় ক্রীড়া প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধএমেচার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে হোয়াইট ফেলকন