উত্তর আগ্রাবাদ মুহুরীপাড়াস্থ আল–জাবের ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া ও মেধা প্রতিযোগিতা গত সোমবার স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপ–বিদ্যালয় পরিদর্শক মোহাম্মদ আবুল বাসার। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি
ইঞ্জিনিয়ার মমিনুল হকের সভাপতিত্বে উপ–অধ্যক্ষ খাইর আহাম্মদের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার মো. শাহ আলম সরকার, মো. নাসির, তাজ উদ্দিন তাজু, মো. ইসকান্দার মির্জা, সিনিয়র শিক্ষক মো. ওসমান গণি, মাওলানা
আবদুল আলিম, মো. জসিম উদ্দিন, মো. জমির উদ্দিন, মিসেস শাহানাজ বেগম, মিসেস নার্গিস বেগম, মিসেস তাওফিজা খানম, মিসেস জাহেদা বেগম, সুলতানা খুজিস্তা, আকতার বানু, মাওলানা ফজলুল হক, আবদুর রশিদ হেলালি, আবদুল গফুর আনোয়ারী, ওমর ফারুক, মাওলানা আবুল হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক দীন মোহাম্মদ।