আল্লাহর নৈকট্য অর্জনে তরিকত ও তাসাওউফ চর্চা অপরিহার্য

চরণদ্বীপ দরবারে সেমিনারে বক্তারা

| রবিবার , ১৪ জানুয়ারি, ২০২৪ at ৯:৩২ পূর্বাহ্ণ

গাউসুল আজম মাইজভান্ডারীর (রঃ) প্রথম খলিফা হজরত মাওলানা শাহসুফী শেখ অছিয়র রহমান ফারুকী চরণদ্বীপির (রঃ) বার্ষিকী ওরশ উপলক্ষে চট্টগ্রাম প্রেসক্লাব এস রহমান হলে ‘মাইজভান্ডারী তরিকা, দর্শন ও হজরত মাওলানা শেখ অছিয়র রহমান আল ফারুকী (রঃ) রূপ রূপান্তরে’ শীর্ষক সেমিনার ১৩ জানুয়ারি অনুষ্ঠিত হয়। চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন শাহজাদা শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকীর (মঃ) সভাপতিত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ শেখ সাদীর প্রবন্ধ উপস্থাপনায় সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।

প্রধান আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলীয়া মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা কাজী আবদুল আলীম রেজভী। আলোচনায় অংশগ্রহণ করেন প্রফেসর ড. নু..ম আকবর হোসেন, . সেলিম জাহাঙ্গীর, . মুহাম্মাদ নুরুন্নবী, প্রফেসর দবির উদ্দিন খানসহ বিভিন্ন শিক্ষাবিদ, জ্ঞানী গুণী ও ওলামায়ে কেরামবৃন্দ। সেমিনারে বক্তারা বলেন, ইসলামে অন্তঃনিহিত সৌন্দর্য আত্মশুদ্ধির মাধ্যমে পরিশুদ্ধ ব্যক্তিতে পরিণত হয়ে আল্লাহর নৈকট্য অর্জনে অলি আল্লাহর মর্যাদা লাভে তরিকত ও তাসাওউফ চর্চা অপরিহার্য। মাইজভান্ডারীয়া তরিকায় হজরত মাওলানা অছিয়র রহমান ফারুকী চরণদ্বীপি (কঃ) অনন্য বিশেষত্বের অধিকারী যিনি প্রখ্যাত মুহাদ্দিস থাকাবস্থায় আল্লাহর রাসুলের (দঃ) স্বপ্নে দর্শন ও নির্দেশনা লাভ, পীর কর্তৃক প্রত্যাশিত ব্যক্তি (মোরাদ), আনুষ্ঠানিক খেলাফত লাভ, ফয়েজে এত্তেহাদীর মাধ্যমে পীরের আকৃতি ও প্রকৃতি প্রাপ্ত ও মুর্শিদ কর্তৃক গদীতে বসার হুকুমের মাধ্যমে প্রধান খলিফার মর্যাদায় অভিষিক্ত হন। আল্লামা শাহজাদা সাইফুল্লাহ ফারুকীর উদ্বোধনী বক্তব্যের মাধ্যমে শাহজাদা সানা উল্লাহ ফারুকীর সঞ্চলনায় আয়োজক কমিটির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম ও সেক্রেটারি মোঃ আজিজ উদ্দীনের ধন্যবাদ জ্ঞাপনে সভাপতির মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকধুরখীল ইউনাইটেড মুসলিম উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা
পরবর্তী নিবন্ধবান্দরবানে পানের বরজে ভাগ্য বদলেছে অনেকের