বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ উল্লাহ বলেছেন, জিহাদ ফি সাবিলিল্লাহর অন্যতম কাজ হচ্ছে ইনফাক ফি সাবিলিল্লাহ। এই চেতনায় উজ্জীবিত হয়ে জামায়াত তার সব পর্যায়ে যে ফান্ড গঠন করে থাকে তাকে বাইতুলমাল বলে। বাইতুলমাল সংগঠনের মেরুদণ্ড। পরিকল্পনা বাস্তবায়নের জন্য বায়তুলমাল প্রয়োজন। সংগঠনের প্রত্যেক স্তরে বাইতুলমাল থাকবে। প্রত্যেক স্তরের সংগঠন সরাসরি সেই বাইতুলমাল থেকে খরচ করবে। তিনি আরও বলেন, জামায়াত কর্মীদের কাজ আল্লাহর নিকট জবাবদিহিতার জন্য আমানত রক্ষা করা। গতকাল শুক্রবার বায়েজিদ থানা জামায়াতে ইসলামীর বাইতুলমাল ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই সব কথা বলেন। বায়েজিদ থানা জামায়াতের আমীর মাওলানা জাকির হোসাইনের সভাপতিত্বে স্থানীয় এক মিলনায়তনে আয়োজিত এই প্রোগ্রামের বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগরীর বাইতুলমাল সম্পাদক ডা. মুহাম্মদ ছিদ্দিকুর রহমান। এতে দারসুল হাদীস পেশ করেন মাওলানা মাহবুবুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন থানা নায়েবে আমীর মাওলানা ফজলুল কাদের, থানা সেক্রেটারি মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা মুনিরুল ইসলাম, মুহাম্মদ নুরুল আলম, আবুল হাশেম, আবু হানিফ দুলাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।