পবিত্র জশনে জুলুছে ঈ-এ-মিলাদুন্নবী (দ.), ফাতেহা-এ ইয়াজদাহুম ও খাজা মঈন উদ্দিন চিশতী (রা.) এর বার্ষিক ওরশ উদযাপন উপলক্ষে নুরানী মিলাদ মাহফিল ফটিকছড়ির কাঞ্চন নগরের সেয়ান পাড়া প্রাঙ্গণে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছে। হযরত খাজা গরীবে নেওয়াজ স্মৃতি সংসদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি ছিলেন গবেষক ও রাজনীতিবিদ ড. মোহাম্মদ মাসুম চৌধুরী।
৭নং কাঞ্চন নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী মোহাম্মদ দিদারুল আলমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আবুল বশর, ৭নং কাঞ্চন নগরের সাবেক ইউপি চেয়ারম্যান রশিদ উদ্দিন চৌধুরী কাতেব, কাঞ্চন নগর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবুল কালাম ভূঁইয়া, কাজী মো. এজাহার মিয়া, মো. আলমগী কবির, রবিউল আজম লিটন, মো. মুছা আলম।
বক্তব্য রাখেন মুফতি জহিরুল ইসলাম ফরিদী, মুফতি সৈয়দ মোহাম্মদ মোকাররম বারী, মাওলানা শায়ের এমদাদুল ইসলাম আল কাদেরী, আল্লামা আবুল হাশেম রেজবী প্রমুখ। মাহফিলে প্রধান অতিথি ড. মাসুম চৌধুরী বলেন, প্রকৃত ইমানদাররা আল্লাহর অলি। যাঁদের অন্তরে তাকওয়া ও খোদাভীতি আছে তাঁরাই আল্লাহর অলি। আল্লাহর অলিদের কোনো ভয় নেই। প্রেস বিজ্ঞপ্তি।