‘আল্লাহর অলিদের কোনো ভয় নেই’

| শনিবার , ২ মার্চ, ২০২৪ at ৭:২৮ পূর্বাহ্ণ

কালুরঘাট সিএনবিস্থ হযরত ইউনুস ফকিরের (রহ🙂 বার্ষিক ওরশ শরীফ দরবার প্রাঙ্গণে মোহাম্মদ মুসার সভাপতিত্বে সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ গবেষক কলামিস্ট ড. মুহম্মদ মাসুম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন, ছিপাতলী জেজিএম আলীয়া মাদরাসার প্রধান মোফাচ্ছির হযরত শফিউল আলম নিজামী, বিশেষ আলোচক ছিলেন, হযরত হাসান বিন নুরী। উপস্থিত ছিলেন, মাওশির পরিচালক রেজাউল করিম, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের উপসচিব মোহাম্মদ বেলাল, সংগঠক এ আর কামরুল ইসলাম প্রমুখ।

মাহফিলের প্রধান অতিথি ড. মুহম্মদ মাসুম চৌধুরী বলেন, অলি এবং আউলিয়া শব্দ দুটি পবিত্র কোরআনে ৩৫ বার এসেছে। কোরআনে আউলিয়া কেরামের সম্মানের কথা ব্যাপক আলোচনা হয়েছে। আউলিয়াকে অস্বীকার মানে কোরআনকে অস্বীকার করার নামান্তর। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধনবীন উদ্যোক্তাদের মাঝে সুদমুক্ত ঋণ বিতরণ
পরবর্তী নিবন্ধচবির তরুণ লেখকদের মাসব্যাপী লেখালেখি কর্মশালার সমাপনী