রাঙ্গুনীয়া দরবারে বেতাগী আস্তানা শরীফের অলীয়ে কামেল আল্লামা শাহ সূফী হাফেজ বজলুর রহমান (রহ.) এর বার্ষিক ইছালে সওয়াব মাহফিল, বেতাগী রহমানিয়া জামেউল উলুম মাদ্রাসার বার্ষিক সভা ও বেতাগী আনজুমানে রহমানিয়া ৩৬তম বার্ষিক সম্মেলন আজ বিকাল ৩টা থেকে রাঙ্গুনীয়া বেতাগীস্থ আস্তানা শরীফে অনুষ্ঠিত হবে।
এতে সভাপতিত্ব ও আখেরী মোনাজাত পরিচালনা করবেন দরবার শরীফের সাজ্জাদানশীন আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ (মজিআ)। এতে বিশিষ্ট ওলামায়ে কেরাম ও পদস্থ ব্যক্তিবর্গ অতিথি ও আলোচক থাকবেন। মাহফিল ও সম্মেলনে সবাইকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।












