জশনে জুলুছে ঈদ–এ–মিলাদুন্নবীর (সা.) মাহফিলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ধর্মীয় কর্মসূচিতে অংশগ্রহণ শেষে কাল মঙ্গলবার আওলাদে রাসুল আল্লামা পীর সৈয়্যদ মুহাম্মদ সাবির শাহ্ এবং শাহ্জাদা সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রাম হতে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বাংলাদেশ বিমানযোগে স্বদেশের উদ্দেশ্যে দেশ ত্যাগ করবেন।
তাঁদের সফরসঙ্গী হিসেবে সাথে থাকবেন পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমান, আনজুমান সদস্য পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন খোকন। তবে অহেতকু বিমানবন্দরে গিয়ে পীর ভাইদের জমায়েত না করার আহবান জানানো হয়েছে। এছাড়া যাত্রাপথে হুজুর কেবলার গাড়ি বহরে কোন মোটরসাইকেল না থাকার জন্য হুজুর কেবলার বিশেষ নির্দেশনা রয়েছে।
হুজুর কেবলার আজকের কর্মসূচি : ফজর হতে এশা পর্যন্ত ষোলশহরস্থ আলমগীর খানকা–এ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় অবস্থান। সকাল সাড়ে ১০টায় জামেয়ার জুলুছ ময়দানে মহিলা বায়াত। বাদ এশা আলমগীর খানকা শরীফে পুরুষ বায়াত। প্রেস বিজ্ঞপ্তি।