আল্লামা শফীর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি মুফতি ফয়জুল্লাহর

| মঙ্গলবার , ১৯ এপ্রিল, ২০২২ at ১১:০৯ পূর্বাহ্ণ

হেফাজতে ইসলামের প্রয়াত আমীর শাহ আহমদ শফীর মৃত্যুকে হত্যাকাণ্ড দাবি করেছেন ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। এর পেছনে কাদিয়ানী-বেঈমান চক্র ও নাস্তিক-মুরতাদরা জড়িত ছিল।

গতকাল সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে শাইখূল ইসলাম আল্লামা শাহ্‌ আহমদ শফী রাহ. ফাউন্ডেশন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এ হত্যাকাণ্ডের বিচার ১০০ বছর পরে হলেও হবে বলে আশা করেন শফীর অনুসারী ফয়জুল্লাহ। তিনি বলেন, আল্লামা শাহ আহমদ শফীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। এই হত্যা মামলার বিচার অবশ্যই হবে। খবর বিডিনিউজের।

তিনি বলেন, সর্বশেষ তিনি (আহমদ শফী) কাদিয়ানীদের সরকারিভাবে অমুসলিম ঘোষণার করার জন্য কাজ শুরু করেছিলেন। তার টিমও কাজ শুরু করে। তাদের কেন অমুসলিম ঘোষণা অপরিহার্য, তিনি সরকারের শীর্ষ পর্যায়ে এ বিষয়গুলো তুলে ধরেছিলেন। বিভিন্ন পর্যায়ে কথা বলছিলেন। পরবর্তীতে এ নিয়ে সিদ্ধান্ত হবে এমন পর্যায়ে ছিল। কিন্তু দুভার্গ্য আহমদ শফীর বিরুদ্ধে যে সন্ত্রাসী ও জুলুম চালানো হয়েছিল তার পেছনে কাদিয়ানী-বেঈমান চক্র ও নাস্তিক-মুরতাদরা জড়িত ছিল। তিনি নিজে এর ‘সাক্ষী’ দাবি করে ইসলামী ঐক্যজোটের মহাসচিবের অভিযোগ, এসব জেনেই কাদিয়ানীরা কৌশলে অর্থের বিনিময়ে বেঈমান গোষ্ঠীকে লেলিয়ে দিয়ে শাইখূল ইসলামকে হত্যা করিয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন আহমদ শফীর পুত্র আনাস মাদানী।

পূর্ববর্তী নিবন্ধইফতার করে উঠে দাঁড়াতেই গ্লাসের ওপর পড়ে মৃত্যু
পরবর্তী নিবন্ধআইআইইউসিতে মানসম্মত শিক্ষার পরিবেশ বিরাজ করছে