আল্লামা মমতাজুল করিমের ইন্তেকাল

হাটহাজারী প্রতিনিধি | বুধবার , ২৯ মার্চ, ২০২৩ at ১০:৩৫ পূর্বাহ্ণ

হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা মমতাজুল করিম (৮১) গত সোমবার রাত ১ টা ২০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহরাজেউন)। তিনি কুমিল্লা জেলা সদর দক্ষিণ থানার ডুলিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।

মরহুমের নামাজে জানাজা গতকাল মঙ্গলবার বাদ আসর হাটহাজারী মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। মাদ্রাসার কবরস্থানে দাফন করা হয়। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জামিয়া দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়াসহ দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরাম।