নগরীর সেগুনবাগান তা’লীমুল কুরআন কমপ্লেক্সের উদ্যোগে গত ২ অক্টোবর হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী (রহ.) সহ আকাবিরদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মাওলানা হাফেজ মুহাম্মদ তৈয়বের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম দারুল হেদায়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক আল্লামা আজিজুল হক আল মাদানী। এসময় আরো উপস্থিত ছিলেন, পাহাড়তলী মাদ্রাসার হাফেজ কবির সাহেব, হাবিবুর রহমান, মাওলানা শামসুল হক, মাওলানা মাহমুদ মাদানী, মাওলানা নিজামুদ্দিন আল হুসাইনী। পরিশেষে দেশ-জাতি, আল্লামা শাহ আহমদ শফী সহ সকল আকাবিরদের মাগফিরাত ও জীবিত সকলের সুস্থতা কামনা করে মুনাজাতের মাধ্যমে দোয়া মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।