আঞ্জুমানে গোলামানে মোস্তফা (দ.) বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা শাহসুফি আবদুল মালেক শাহ (রহ.) এর ১৯তম বার্ষিক ওরশ এবং গাউছিয়া হোসাইনিয়া আল্লামা আবদুল মালেক শাহ্্ (রহ.) সুন্নিয়া দাখিল মাদ্্রাসা, হেফজখানা ও এতিমখানার ১৮তম সালানা জলসা কাল শনিবার দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে ফটিকছড়ি পশ্চিম সুয়াবিলস্থ টেকের দোকান সংলগ্ন মাদ্্রাসা ময়দানে অনুষ্ঠিত হবে।
মাহফিলে বরেণ্য শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম, পদস্থ ব্যক্তিবর্গ অতিথি ও আলোচক থাকবেন। ওরশ শরীফ ও সালানা জলসায় সকলকে অংশগ্রহণ করার জন্য হুজুর কেবলার (রহ.) বড় শাহজাদা মাওলানা আবু তৈয়ব মুহাম্মদ মুজিবুল হক অনুরোধ জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।











