আল্লামা আজিজুল হক আলকাদেরী (রহ.)’র ওরশ শুরু আজ

| বৃহস্পতিবার , ১ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:১২ পূর্বাহ্ণ

আঞ্জুমানে কাদেরীয়া চিশ্‌তীয়া আজিজিয়া বাংলাদেশের উদ্যোগে আজ থেকে ৫দিন ব্যাপী আল্লামা মুহাম্মদ আজিজুল হক আলকাদেরী (রহ.)’র ৫ম বার্ষিক ওরশ হাটহাজারী ছিপাতলী গাউছিয়া আজিজিয়া দরবার শরীফে শুরু হবে। এতে সভাপতিত্ব করবেন শাহজাদা প্রফেসর ড. আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দিন।

এতে ধর্মপ্রাণ মুসলিমকে উপস্থিত হওয়ার জন্য আল্লামা শাহজাদা অধ্যক্ষ আবুল ফছিহ মুহাম্মদ আলাউদ্দীন অনুরোধ জানিয়েছেন। ওরশ শরীফের কর্মসূচিতে রয়েছে১ম দিবসেফ্রি চিকিৎসা ক্যাম্প, ডায়াবেটিস পরীক্ষা, ইসিজি পরীক্ষা, ব্লাড গ্রুপ নির্ণয় ও ওষুধ সামগ্রী সরবরাহ।

২য় দিবসেনতুন গিলাফ পরিধান, পুষ্পমাল্য অর্পণ ও স্বাগত র‌্যালি। ৩য় দিবসেমহিলাদের পর্দা সহকারে তালেমি জলশা ও মোশায়েরা মাহফিল। ৪র্থ দিবসেখতমে কোরআন, যিকির মাহফিল। ৫ম দিবসে খতমে বোখারী শরীফ, আলোচনা ও আখেরী মুনাজাত । প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধহযরত শাহজাহান শাহ্‌ (রা.)’র দুদিন ব্যাপী ৫১৮তম ওরশ কাল শুরু
পরবর্তী নিবন্ধকক্সবাজার জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন কার্যক্রম স্থগিত