ঝাঁকে ঝাঁক পাখিগুলো উড়ে যায় দূরে,
শীতের কুয়াশা ঠেলে পতপত সুরে।
নীলাকাশ ছুঁয়ে দিতে দুর্দান্ত সাহসে,
অবিরাম ছুটে চলা উন্মুক্ত আকাশে।
নির্মম বেদনা বুকে বয়ে চলে স্থীর,
কান্নায় ভেসে যায় ক্ষত চোখে গভীরে।
হৃদয়ের ভাবাবেগ স্বপ্নে বিলাসিতা,
আল্পনার বাঁকে বাঁকে শুধু বিষণ্নতা।
অব্যক্ত পঙক্তিমালা ছন্দহীন মাত্রায়,
ছুটে চলা অবিরাম মৌন হতাশায়।
চলনার প্রতিবিম্ব কষ্টের প্রহরে,
নিভু নিভু লন্ঠন তৈলহীন শহরে।
আশ্বিনের দুপুরে টিপটিপ বৃষ্টিতে,
ছাতাহীন মানুষেরা ভিজে পথ প্রান্তে।