উৎসবমুখর পরিবেশে জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হয়েছে নগরীর কদমতলীস্থ আলো সিঁড়ি ক্লাব আয়োজিত ১১তম দিবারাত্রি শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট । বুধবার রাতে মাদারবাড়ী পোর্ট সিটি হাউজিং সোসাইটি মাঠে (বালুর মাঠ) টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন নগর বিএনপি‘র সাবেক সদস্য সচিব আবুল হাসেম বক্কর। আলো সিঁড়ি ক্লাব সভাপতি মো. নাহিদ মুরাদ মুন্নার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর খানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক ও নগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য মশিউল আলম স্বপন, নগর বিএনপি আহবায়ক কমিটির সদস্য সালাউদ্দীন, সদরঘাট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কায়সার বাবু, আলো সিঁড়ি ক্লাবের প্রধান উপদেষ্টা শওকত আলী, উপ–প্রধান উপদেষ্টা মনির আহমদ, বায়তুন জান্নাত মহল্লা কমিটির সভাপতি জানে আলম খান, বায়তুন জান্নাত মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক, আলো সিঁড়ি ক্লাবের চেয়ারম্যান মো. সালাউদ্দিন জাহেদ ও টুর্নামেন্ট কমিটির আহবায়ক মো. রাসেল মুরাদ। উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে সিনতিয়া চৌধুরীর উপস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠানে দলীয় নৃত্য পরিবেশন করেন নৃত্য নিকেতন। উদ্বোধন শেষে ব্যান্ড সংগীত পরিবেশন করে ব্যান্ড দল বন্দর ও সুফী রক। আনুষ্ঠানিক উদ্বোধনের পর হয় আতশবাজি উৎসব। ৮০টি দলের অংশগ্রহনে আজ শুক্রবার থেকে মাদারবাড়ী পোর্ট সিটি হাউজিং সোসাইটি মাঠে (বালুর মাঠ) শুরু হবে টুর্নামেন্টের আকর্ষণীয় ম্যাচ।