আলোর দিশা ফাউন্ডেশনের ৩য় মোটিভেশন প্রোগ্রাম

| শুক্রবার , ১৫ আগস্ট, ২০২৫ at ১১:৩২ পূর্বাহ্ণ

আলোর দিশা ফাউন্ডেশনের উদ্যোগে “বাঁধনহারা তারুণ্যের আলোর দিশা প্রিয়নবি মুহাম্মদ (.)” শীর্ষক ৩য় মোটিভেশন প্রোগ্রাম ও কুইজ প্রতিযোগিতা নগরীর ফিরিঙ্গীবাজারস্থ ইয়াকুব আলী দোভাষ স্কুলের হল রুমে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা প্রভা রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে মোটিভেশন বক্তার বক্তব্য রাখেন ফাউন্ডেশনের চেয়ারম্যান চবি অধ্যাপক ড. মুহাম্মদ নুর হোসাইন। উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের আজীবন সদস্য কামরুদ্দিন ছিদ্দিক জাহাঙ্গীর, মাস্টার ফারুক ইসলাম, প্রিয়াংকা দাশ, তাসলিমা জামান, ফারজানা আক্তার রিফাত। পিআরও ফখরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাকারিয়া আলম, নিহাল, রিদোয়ান। ড. নুর হোসাইন বিশ্বনবি হযরত মুহাম্মদ (.) জীবনালোকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণা মূলক বক্তব্য পেশ করেন। তিনি বলেন, ইসলাম নারীপুরুষ সবার জন্য শিক্ষাকে বাধ্যতামূলক করেছে। শিক্ষিত মা সৃষ্টির জন্য ইসলামের নবী (সা.) জোর তাগিদ দিয়েছেন। পাশাপাশি শিক্ষাকে তিনি মানুষের মৌলিক অধিকার বলে ঘোষণা দিয়েছেন। তাই আলোকিত সমাজ ও রাষ্ট্র গঠন করতে হলে সুশিক্ষাকে গুরুত্ব দিতে হবে এবং পথহারা তরুণতরুনীকে তাঁর আদর্শে উজ্জীবিত করতে হবে। আলোচনা উত্তর কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ১৭৫জন ছাত্রী অংশগ্রহণ করেন। প্রধান শিক্ষিকা তাঁর উদ্বোধনী বক্তব্যে যুগোপযোগী উদ্যোগগ্রহণের জন্য ফাউন্ডেশন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ায় সংসদ, পৌরসভা ও উপজেলা পরিষদে ইসলামী ফ্রন্টের প্রার্থী ঘোষণা
পরবর্তী নিবন্ধজহুরুল আলম