আলোচিত সাবেক এমপি বদি আটকের গুঞ্জন, যা জানা গেলো

কক্সবাজার প্রতিনিধি | বুধবার , ৭ আগস্ট, ২০২৪ at ২:০৭ অপরাহ্ণ

উখিয়া-টেকনাফের বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি বিজিবির হাতে আটক হয়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে।

ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন কক্সবাজারের সভাপতি সাংবাদিক জসিম উদ্দিন তার ফেসবুকে মধ্যরাত তিনটার দিকে লিখেন, “ইয়াবা মাফিয়া বদি আটকের গুঞ্জন, তিনি বর্মা পালাতে চেষ্টা করেছিলেন বলে জানা যাচ্ছে।”

এছাড়াও আরো অনেকেকে বদি বিজিবির হাতে আটক হয়েছেন বলে স্ট্যাটাস দিতে দেখা গেছে। তবে আইনশৃঙ্খলা বাহিনী সংশ্লিষ্ট কেউ বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করেনি।

আটকের বিষয়ে কোনো তথ্য নেই বলে জানিয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বলেন, “এই বিষয়ে জানিনা, আমরা সীমান্তে আছি, আইনশৃঙ্খলার দায়িত্বে নেই যারা আছে তাদের সাথে কথা বলেন।”

অন্যদিকে ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম চৌধুরীকে ফোন করা হলে তিনি রিসিভ করেননি।

সরকারের পতনের পর উখিয়ার একটি গ্রামে তিনি অবস্থান করছিলেন বলে জানা গেছে, অন্যদিকে তার স্ত্রী সদ্য সাবেক সংসদ সদস্য শাহীন আক্তার সর্বশেষ ঢাকায় ছিলেন বলে জানা গেলেও বর্তমান অবস্থান নিশ্চিত হওয়া যায়নি।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বদি পুত্র শাওন আরমানের আইডি নিস্ক্রিয় দেখা গেছে।

পূর্ববর্তী নিবন্ধনকল স্বর্ণের বার দেখিয়ে আসল স্বর্ণ হাতিয়ে নিলো প্রতারক চক্র
পরবর্তী নিবন্ধউখিয়ার গণ সমাবেশে হাজারো মানুষ