আলোচিত শীর্ষ সন্ত্রাসী ‘মেজর ইকবাল’ গ্রেপ্তার

৪০ মামলার আসামি, বিচারাধীন ১১টি, এর মধ্যে ছয়টি হত্যা মামলা

রাউজান প্রতিনিধি | বুধবার , ১২ নভেম্বর, ২০২৫ at ৫:০৩ পূর্বাহ্ণ

জেলা পুলিশের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী রাউজান পৌরসদরের বাসিন্দা মুহাম্মদ ইকবাল হোসেন চৌধুরী প্রকাশ মেজর ইকবালকে পুলিশ গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে নিজের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ‘মেজর ইকবাল’ নামে পরিচিত ইকবাল হোসেন প্রয়াত আবদুল কুদ্দুস মেম্বারের ছেলে। দেড় দশক আগে নগরে প্রতিপক্ষ সন্ত্রাসীদের হাতে নিহত সেই সময়ের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ইসকান্দর হোসেন চৌধুরীর ছোট ভাই মেজর ইকবাল।

পুলিশ সূত্রে জানা যায়, ইকবাল ৪০টি মামলার আসামি। এসব মামলার কয়েকটিতে তিনি জেলও খেটেছেন। বর্তমানে বিচারাধীন রয়েছে ১১টি মামলা। এর মধ্যে ছয়টি হত্যা মামলা। জানা যায়, ২০১০ সালে সাত বছর জেল খেটে তিনি জামিনে বের হয়ে মধ্যপ্রাচ্যে চলে গিয়েছিলেন। রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বলেন, গত সোমবার রাতে অভিযান চালিয়ে ইকবাল হোসেন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়। আগের মামলার আসামি হিসাবে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ জানায়, ১৯৮৯ সালে রাউজানে উত্তর জেলা ছাত্রলীগ নেতা ফখরুদ্দীন মো. বাবর ও রাউজান কলেজ ছাত্র সংসদের ভিপি মজিবুর রহমান খুনের পর আলোচনায় আসেন তিনি।

রাউজান থানার ওসি বলেন, ইকবাল চট্টগ্রামের চাঞ্চল্যকর বাবর, ভিপি মুজিব, শ্যামল, আমান হত্যা মামলার আসামি।

পূর্ববর্তী নিবন্ধবিচারের জন্য প্রস্তুত হাসিনাসহ ২৮৬ জনের মামলা
পরবর্তী নিবন্ধবিয়ে বাড়িতে আসা মাইক্রোবাস কেড়ে নিল শিশুর জীবন