আলোকিত নগরী চাই

| সোমবার , ১০ নভেম্বর, ২০২৫ at ৬:০০ পূর্বাহ্ণ

সন্ধ্যা নামলেই চট্টগ্রাম শহর অন্ধকারে ঢেকে যায়। দেশের দ্বিতীয় রাজধানী ও বাণিজ্যিক নগরী হিসেবে পরিচিত এই শহরের প্রধান সড়কগুলোতে পর্যাপ্ত সড়কবাতি না থাকায় নগরবাসী পড়ছেন চরম ভোগান্তিতে। জিইসি মোড়, দুই নাম্বার গেট, মুরাদপুর ও বহদ্দারহাটসহ গুরুত্বপূর্ণ এলাকায় রাস্তার পাশে আলো না থাকায় সন্ধ্যার পর চলাচল হয়ে উঠছে ঝুঁকিপূর্ণ। অন্ধকারের সুযোগে বেড়েছে ছিনতাই ও চুরির ঘটনা। অনেক সময় পথচারীদের ভয় দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল, মানিব্যাগ ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র ছিনিয়ে নেওয়া হচ্ছে। এমন পরিস্থিতিতে চট্টগ্রামের মতো আধুনিক নগরীর ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। বিদেশি পর্যটকরাও নিরাপত্তাহীনতা ও আলোহীন পরিবেশ দেখে হতাশ হচ্ছেন।

সম্প্রতি এক বিদেশি পর্যটকের কাছ থেকেও মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সড়ক বিভাগ, ট্রাফিক বিভাগ প্রতি আকুল আবেদন নষ্ট সড়কবাতি ও ফ্লাডলাইটগুলো যেন দ্রুত মেরামত করা হয়, এবং যেখানে আলো নেই সেখানে নতুন বাতি স্থাপন করা হয়। চট্টগ্রাম যেন সত্যিকার অর্থে এক ‘আলোকিত নগরী’ হিসেবে গড়ে ওঠে, যেখানে থাকবে নিরাপত্তা, সৌন্দর্য ও নিশ্চিন্ত চলাচলের পরিবেশ।

মোহাম্মদ রবিউল হোসেন (সম্রাট)

চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধশহীদ নূর হোসেন দিবস
পরবর্তী নিবন্ধস্মরণীয় ব্যক্তিত্ব ড. শফিকুর রহমান