সম্মানীয় ও কৃতি ব্যক্তিদের সম্মান দেয়া একটি সামজিক কর্তব্য ও দায়িত্ব। সেটি জীবদ্দশায় হোক অথবা মৃত্যুর পরে হোক। আলোকিত জীবন গঠনে গুণীদের আদর্শ অনুসরণ অপরিহার্য। গতকাল শনিবার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশনের উদ্যোগে এবং বিজয়’৭১ এর সহযোগিতায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সুলতান আহমেদ মিলনায়তনে ফকির আলমগীর-অরুণ দাশগুপ্ত-ড. গাজী সালেহ উদ্দীনের স্মরণে আয়োজিত শ্রদ্ধাঞ্জলি নিবেদনের অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা প্রফেসর ড. বিকিরণ প্রসাদ বড়ুয়া উক্ত কথাগুলো বলেন।
এতে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান বলেন, কৃতি ব্যক্তিবর্গের অকাল প্রয়াণে সমাজ যে ক্ষতির সম্মুখীন হয় তা পূরণ করতে তাদের সেই ত্যাগের আদর্শ, মানবতার আদর্শকে প্রজন্মকে ধারণ করতে হবে। দিলরুবা খানমের সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযুদ্ধা বাদশা মিয়া, শ্যামল মিত্র, প্রফেসর সুকান্ত ভট্টাচার্য, ভানু রঞ্জন চক্রবর্তী, নাট্যজল সজল কান্তি চৌধুরী, লায়ন ডা. আর.কে রুবেল, এড. বাসন্তী প্রভা পালিত, লায়ন এ.কে জাহেদ চৌধুরী, জসিম উদ্দিন চৌধুরী, উত্তম কুমার আচার্য্য, মৃণাল কান্তি দাস, শ্যামল মিত্র, বিশ্বজিৎ বড়ুয়া, মৃদুল কান্তি বড়ুয়া, শিক্ষিকা নীলা বোষ, নুরুজ্জামান চৌধুরী, বেলাল হোসেন উদয়ন, মো. সেলিম, হামিদা কাওসার, কুমত্তা দাস, শেলী বড়ুয়া, হারুন রশিদ, শফিকুল ইসলাম, মো. জুবাইর, নিজাম, সুমন সেন, অলিউল্লাহ, মো. মাসুদ, প্রিয়তোষ বড়ুয়া, ডা. এস.কে পাল সুজন, ভিপি উত্তম কুমার দে প্রমুখ।