সিরিয়ার দ্বিতীয় বৃহৎ নগরী আলেপ্পোর অধিকাংশ এলাকা দখল করে নিয়েছে বিদ্রোহী বাহিনী। হায়াত তাহরির আল–শাম বিদ্রোহীদের হামলায় শনিবার বেশ কয়েকজন সেনা নিহত হওয়ার কথাও জানিয়েছে সিরিয়ার সেনাবাহিনী। ফলে বাধ্য হয়ে সেনা মোতায়েন করতে হয়েছে সরকারকে। বিদ্রোহীদের আলেপ্পো কব্জা করা প্রেসিডেন্ট বাশার আল–আসাদের জন্য এবছর সবচেয়ে বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। খবর বিডিনিউজের।
এতে সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলে তুরস্ক সীমান্তের কাছে যুদ্ধ আবার নতুন করে শুরু হয়েছে। বিবিসি জানায়, বিদ্রোহী বাহিনী দক্ষিণের দিকে এগুতে থাকার মধ্যে রাশিয়া আসাদ সরকারের পক্ষ হয়ে দফায় দফায় বিমান হামলা চালাতে শুরু করেছে বলে জানিয়েছে সিরিয়ার অবজারভেটরি ফর হিউম্যান রাইটস।
২০২০ সাল থেকেই সিরিয়ায় যুদ্ধে লিপ্ত দুই পক্ষই শান্ত ছিল। কিন্তু বিদ্রোহীদের একটি জোট এ সপ্তাহে আকস্মিক হামলা চালায়। ইসলামপন্থি বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শাম এই আক্রমণের নেতৃত্ব দিয়েছে।
বিদ্রোহীদের অগ্রগতি স্বীকার করে সিরিয়ার সেনাবাহিনীর কমান্ড জানায়, বিদ্রোহীরা আলেপ্পোর বিশাল অংশে প্রবেশ করেছে। আট বছর আগে রাশিয়া ও ইরানের সমর্থন নিয়ে সরকারি বাহিনী বিদ্রোহীদের হটিয়ে দেওয়ার পর থেকে নগরীর ওই অংশগুলো পুরোপুরি রাষ্ট্রের কর্তৃত্বাধীনে ছিল।