আলু, পেঁয়াজ মূল্য বৃদ্ধির মূল হোতা সিন্ডিকেট। সর্বক্ষেত্রে এক শ্রেণির সিন্ডিকেটের দৌরাত্ম্যে জনজীবন অতিষ্ঠ। এইসব পণ্যের মূল্য স্বাভাবিক পর্যায়ে আনয়নে কৃষি বাণিজ্য মন্ত্রণালয়ের নীরবতা সত্যিই বেদনাদায়ক ও দুঃখজনক। লাফিয়ে লাফিয়ে পণ্যের দাম বাড়ছে। এইসব পণ্যের পাগলা ঘোড়াকে থামানো যাচ্ছে না। নিম্নবিত্ত ও সীমিত আয়ের মানুষগুলো পড়েছেন সীমাহীন দুর্ভোগে। বাজারে কেজিপ্রতি আলু ৬০/৬৫ টাকা বিক্রি হচ্ছে। পেঁয়াজ ১০০ টাকা। চালের পরই খাদ্যপণ্য হিসেবে আলুর ব্যবহার। চালের দাম বেড়ে যাওয়ায় অনেকে বেশি করে আলু খাওয়ার পরামর্শ দেন। সেই আলু এখন চালের চেয়েও দামী। অথচ দেশে চাহিদার তুলনায় ১৫ থেকে ২০ লাখ টন বেশি আলু উৎপাদিত হয়েছে। দেড়মাস আগে সরকার আলুর দাম ৩৫ টাকায় নির্ধারণ করে দেয়। কিন্তু সেই দামে কেউ আলু কিনতে পারেনি। বরং অল্প সময়ের মধ্যে সেটি দ্বিগুণ বাড়ল। পেঁয়াজ রান্নার একটি অত্যাবশ্যক অনুষঙ্গ। মসলা হিসেবে ব্যবহার হলেও এর চাহিদা বিপুল। পেঁয়াজ নিয়ে কারসাজি চলছে কয়েক বছর ধরে। সরকার পেঁয়াজের দাম ৬৫ টাকা নির্ধারণ করলেও বাজারে এর কোন প্রভাব পড়েনি। দেশে বাজার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠানগুলো অকার্যকর হয়ে আছে। এখন বাজারে আলু পেঁয়াজের দাম লাফ দিয়ে বাড়লেও তাদের দেখা মিলছে না। সিন্ডিকেটের বিষয়টি একেবারে ওপেন সিক্রেট।
এম.এ. গফুর,
বলুয়ার দীঘির পাড়, চট্টগ্রাম।