আলিয়ঁস ফ্রঁসেজ চট্টগ্রাম ‘হকারদের গান’ শিরোনামের একটি নাট্য পরিবেশনার আয়োজন করেছে যা পরিচালনা করেছেন জাজি হাযউন। এটি এক চঞ্চল, কাব্যিক ও কৌতুকপূর্ণ পরিবেশনা যা রাস্তায় হকারদের জীবিকা ও জীবনযাত্রাকে তুলে ধরবে। আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরিচালক জাজি হাউন এর নির্দেশনায় এই নাটক মঞ্চস্থ হবে আগামী ২৪ আগস্ট সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে। দৈনন্দিন জীবনের প্রতি তাঁর আজীবন আগ্রহ থেকে অনুপ্রাণিত হয়ে জাজি মঞ্চে তুলে আনছেন বাংলাদেশি রাস্তায় হকারদের প্রাণবন্ত ও বিশৃঙ্খল জগৎ–সেই অক্লান্ত মানুষদেরয়াদের ছন্দময় ডাক রঙিন পণ্য ও অবিরাম উদ্যম আমাদের শহরের পথের স্পন্দন তৈরি তিনটি ছোট গল্প–দ্য সিক্রেট, দ্য থিফ রিওয়ার্ডেড এবং দ্য কম্পিটিশন–এর মাধ্যমে সংস অব হকার্স হাস্যরস, ব্যঙ্গ, অযৌক্তিকতার সাথে শক্তিশালী ভিজ্যুয়াল স্টোরিটেলিং মিলিয়ে পরিবেশন করবে। গল্পগুলো প্রাণবন্ত বাংলা ও ভাঙা ইংরেজির মিশ্রণে উপস্থাপিত হবে, যেখানে থাকবে নাটক, নাচ, পাপেট্রি, ক্লাউনিং ও অ্যাক্রোবেটিকস–এর কল্পনাপ্রবণ সংমিশ্রণ। চরিত্রগুলো মজার, কিন্তু গভীরভাবে প্রাসঙ্গিক– যা আমাদের মানবিক বৈপরীত্য ও বৈশিষ্ট্যের কথা মনে করিয়ে দেবে। ১৯ শতকের ফরাসিন্ধ গুইনিওল শৈলীর শারীরিক ও অতিরঞ্জিত থিয়েটারের ঐতিহ্য থেকে অনুপ্রাণিত এই প্রযোজনা শুধু কৌতুক নয়–এটি এক শ্রদ্ধাঞ্জলি। সেই পথের হকারদের প্রতিয়ারা আমাদের নগরজীবনে সাশ্রয়ীতা, সহজপ্রাপ্যতা এবং এক ধরনের অপ্রত্যাশিত কবিতা এনে দেন। প্রেস বিজ্ঞপ্তি।