চট্টগ্রাম আলিয়ঁস ফ্রঁসেজ ও বাংলাদেশ নৃত্যশিল্পী এসোসিয়েশনের যৌথ উদ্যোগে গতকাল বিকেলে আলিয়ঁস ফ্রঁসেজ এর প্রেক্ষাগৃহে এক ধ্রুপদী নৃত্যানুষ্ঠানের আয়োজন করা হয়। এ উপলক্ষে আলিয়ঁস ফ্রঁসেজ এর নতুন পরিচালক ব্রুনো লাক্রাম্প উদ্বোধনী বক্তব্য দেন এবং বাংলাদেশ নৃত্যশিল্পী এসোসিয়েশনের প্রেসিডেন্ট শারমীন হোসেইন বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে ড. অর্কদেব ভট্টাচার্ষী ভারতের ধ্রুপদী নৃত্য নিয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠান শেষে পরিবেশনকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।