আ’লা হযরতের জীবন-কর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরা জরুরি

স্মারক আলোচনায় বক্তারা

| বৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর, ২০২৪ at ১২:৩৫ অপরাহ্ণ

হিজরি চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ, ইমাম আহমদ রেজা রহমাতুল্লাহি আলাইহির ১০৬তম ওফাত বার্ষিকী উদযাপনে আলা হযরত স্মারক আলোচনায় বক্তারা বলেন, লা হযরত ইমাম আহমদ রেজা খান বেরলভি রহমাতুল্লাহি আলাইহি শুধু একজন আলেম তথা ইসলামী শিক্ষায় পণ্ডিত ছিলেন না, তিনি ছিলেন জ্ঞান বিজ্ঞানের অনাবিষ্কৃত বিশ্বকোষ। জ্ঞানবিজ্ঞানের পঁচাত্তরোর্ধ বিষয়ে দেড়সহস্রাধিক মৌলিক গ্রন্থ রচনা করে তিনি দুনিয়াবাসীকে সত্যের দিশা দিয়ে গেছেন। তাঁর লেখনি সমগ্র বিশ্বের চলমান সংকট থেকে মুক্তির পাথেয় উল্লেখ করে বক্তারা সৃজনশীল, জ্ঞানময়, মানবিক ও দরদী সমাজ গঠনে আলা হযরত চর্চা আজ সময়ের দাবি বলে মত প্রকাশ করেন।

গতকাল সন্ধ্যায় নগরীর বিবিরহাটস্থ তাজুশ শরীআহ দরসে নিযামী মাদরাসার মিলনায়তনে আলা হযরত ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজিত স্মারক আলোচনা অধ্যক্ষ আল্লামা বদিউল আলম রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। মুহাম্মদ এরশাদ খতিবীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেনফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আবু নাছের মুহাম্মদ তৈয়ব আলী। বাংলাদেশে আলা হযরত চর্চার মৌলিক ও প্রাচীন প্রতিষ্ঠান জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শিক্ষা ও দর্শন বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করায় রাঙ্গুনিয়া সরকারি কলেজের অধ্যাপক ড. মাওলানা মোহাম্মদ আবদুল মাবুদকে সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চরণদ্বীপ মুহাম্মদিয়া কাদেরিয়া তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নীয়া কমপ্লেক্স মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা মুুহাম্মদ সিরাজুল ইসলাম চিশতী। আলোচনায় অংশ নেন, মাওলানা মুুহাম্মদ নেজাম উদ্দিন, অধ্যক্ষ মাওলানা সাজ্জাদুল ইসলাম মাদানী, মাওলানা শেখ মুহাম্মদ আরিফুর রহমান, মাওলানা মুহাম্মদ জহির উদ্দীন তুহিন, মাওলানা আবদুল গফুর খান, মাওলানা মুহাম্মদ ওমর ফারুক রিজভী, শায়ের মাওলানা আবদুল্লাহ আল নোমান, মাওলানা মীর মুুহাম্মদ খায়রুল্লাহ চিশতী, মাওলানা মুুহাম্মদ আবদুল্লাহ আল মাসুম, মাওলানা ইসমাঈল রেযা, মিজানুর রহমান প্রমুখ।

বক্তারা আরো বলেন, আ’লা হযরতের বহুমুখী জ্ঞানসাধনার লিখনি তত্ত্ব ও বক্তব্যগুলো বিশ্ব দরবারে তুলে ধরতে বিশ্বের আশিটি দেশের বিশ্ববিদ্যালয়ে তাঁকে নিয়ে গবেষণা চলছে। বাংলাদেশের নতুন প্রজন্মের কাছে আ’লা হযরতের জীবনকর্ম ও লিখনি সমগ্র সহজ বাংলায় তুলে ধরা বর্তমান সময়ে অতীব জরুরি বলে বক্তারা মত প্রকাশ করেন। পরে মিলাদকেয়াম ও মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধত্রাণ দিতে গিয়ে আহত চবি শিক্ষার্থীর মৃত্যু
পরবর্তী নিবন্ধনতুন বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে