আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক শেষে দেশে ফেরার আগে তিনটি জেটে পুনরায় জ্বালানি ভরতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রায় আড়াই লাখ ডলার নগদ দিতে হয়েছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। খবর বিডিনিউজের।
যুক্তরাষ্ট্রের দেওয়া নিষেধাজ্ঞার কারণে রুশ প্রতিনিধিদল ব্যাংকিং বা অন্য কোনো চ্যানেলে ওই অর্থ পরিশোধ করতে পারেনি। সে কারণেই জ্বালানির দাম নগদে পরিশোধ করতে হয়েছে মস্কোকে, ব্যাখ্যায় জানান রুবিও। গেল শুক্রবার আলাস্কায় রাশিয়া–যুক্তরাষ্ট্র যে শীর্ষ সম্মেলন হয়েছে তাতে ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে আসা পুতিনকে লাল গালিচায় অভ্যর্থনা জানিয়েছে ওয়াশিংটন। কিন্তু সেদিনও মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় ছিল না।রুশরা যখন আলাস্কায় নামল, তাদের জ্বালানি দরকার হয়ে পড়েছিল।
পুনরায় জ্বালানি ভরতে তারা আমাদেরকে নগদ অর্থের প্রস্তাব দেয়, কারণ তারা আমাদের ব্যাংকিং চ্যানেল ব্যবহার করতে পারছিল না, এনবিসিকে রুবিও এমনটাই বলেছেন বলে জানিয়েছে এনডিটিভি। মার্কিন এ পররাষ্ট্রমন্ত্রী জানান, রাশিয়ার ওপর দেওয়া সব নিষেধাজ্ঞা বহাল আছে এবং এর প্রভাবও বিদ্যমান।