হেফাজতে ইসলামের প্রবীণ নেতা শাহ আহমদ শফীকে নিয়ে এক মন্তব্যের জেরে নারায়ণগঞ্জে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় গ্রেপ্তার মুফতি আলাউদ্দিন জিহাদীর জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল রোববার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আনিসুর রহমানের আদালত শুনানি শেষে এ জামিন মঞ্জুর করে। খবর বিডিনিউজের।
আলাউদ্দিন জিহাদীর মুক্তির দাবিতে আহলে সুন্নাত ওয়াল জামাতের ডাকা নারায়ণগঞ্জে শহরে বিক্ষোভ সমাবেশের একই জায়গায় হেফাজত ইসলাম সমাবেশ ডাকায় প্রেক্ষিতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যে এই জামিনের খবর আসল।
নারায়ণগঞ্জ জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) ওয়াজেদ আলী খোকন বলেন, আলাউদ্দিন জিহাদির জামিন মঞ্জুর করেছে আদালত। চার্জ শিট দাখিল হওয়া পর্যন্ত এ জামিন বহাল থাকবে। মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিল করার জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে আদালত। হেফাজতে ইসলামের প্রবীণতম নেতা শাহ আহমদ শফীর মৃত্যুর পর তাকে নিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের উপদেষ্টা আলাউদ্দিন জিহাদীর ফেইসবুক অ্যাকাউন্ট থেকে একটি মন্তব্যের জেরে নারায়ণগঞ্জের এক আদালতে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। এ মামলায় ২০ সেপ্টেম্বর আলাউদ্দিন জিহাদীকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাকে এক দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। রিমান্ড শেষে নারায়ণগঞ্জের কারাগারে রয়েছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের এই নেতা।